Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উত্তর চর আবাবিল ইউনিয়ন

ইউনিয়ন পরিচিতিঃ ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নটি বৃহত্তর নোয়াখালী জেলার তথা বর্তমান লক্ষীপুর জেলার সর্ব পশ্চিম সীমান্তে বরিশাল ও চাদপুর জেলার সাথে যুক্ত। অত্র ইউনিয়নটির পূর্বে বৃহত্তর চর বংশী বৃহত্তর এলাকা নিয়ে একীভুত ছিল, পরবর্তীতে ১৯৩৮ সালে চর আবাবিল ইউনিয়ন বোর্ড অফিস নামে আরো একটি ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৭ সালে চর আবাবিল ইউনিয়ন চর বংশী ভাগ হয়ে আরো দুটি নতুন ইউনিয়ন আত্ম প্রকাশ করে । পূর্বের দুটি ও বর্তমান দুটি সহ ৪টি ইউনিয়নের নাম গুলি-১ নং উত্তর চর আবাবিল ইউনিয়ন, ২ নং উত্তর চর বংশী ইউনিয়ন, ৮ নং দক্ষিন চর বংশী ইউনিয়ন, ৯ নং দক্ষিন চর আবাবিল ইউনিয়ন। উক্ত ইউনিয়নের উত্তর - পশ্চিমে বৃহত্তর কুমিল্লা জেলার তথা বর্তমান চাদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী ইউনিয়ন ও অনতিদুরে শরিয়তপুর জেলার ঘোষাইর হাট উপজেলার কোদালপুর ইউনিয়ন। এই ইউনিয়নের বর্তমান লোক সংখ্যা প্রায় 70,000 জন। এর মধ্যে শিক্ষার হার 80%। পেশাগত ভাবে কৃষিজীবি ৪০%, ব্যবসায়ী 60% , চাকুরিজীবি 25%, মৎস্যজীবি 10% অন্যান্য পেশাজীবি ০৬%। মোট জনসংখ্যার ৬০% দারিদ্র সীমার নীচে বসবাস করে। ইউনিয়নের আয়তন ৪৭.৪২ বর্গ কিলোমিটার ইউনিয়নের সীমানা - দক্ষিনে- ২নং উত্তর চর বংশী, পূর্বে- ৯নং দক্ষীন চর আবাবিল ইউনিয়ন, রায়পুর, লক্ষ্মীপুর ও চরভৈরবী ইউনিয়ন, হাইমচর, চাঁদপুর, পশ্চিমে -বরিশাল ও চাঁদপুর জেলা। পরিবারের সংখ্যাঃ ৯,৬০০ টি । কমিউনিটি ক্লিনিকঃ ০৬ টি এফ ডব্লিও সি. : ১টি নলকুপঃ গভীর নলকুপ 300, অগভীর নলকুপ 200 টি ।পুকুরের সংখ্যাঃ ৪,৩০০টি । জমির পরিমানঃ ১০৭৮ একর । ব্রীজ- কালভাটঃ ব্রীজ - 15টি, কালভাট -40 টি ।(পা.উ.বি) উত্তর চর আবাবিল বেড়ি বাদ খাল সহ আরও অনেক খাল । নদীঃ মেঘনা নদী, পূর্বে ডাকাতিয়া নদী ও মৃত মেঘনা নদী । আদর্শ গ্রামঃ উত্তর চর আবাবিল আদর্শ গ্রাম ।